আগামী একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ আসনের জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী জাতীয় পার্টির কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক ও জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় সাধারন সম্পাদক অন্যানা হুসেইন মৌসুমি রোববার দিনভর উপজেলার জামপুর ও সাদিপুর ইউনিয়নের নানাখী, কাজহরদী, মুছারচর, তালতলা, পেরাব সহ প্রায় ১২ গ্রামের বিভিন্ন স্থানে জাতীয় পার্টির নেতা আব্দুল মান্নান, নানাখী গ্রামের মতিন মিয়া, আবু সিদ্দিক, জামপুরের বাচ্চু মিয়া, শাহ আলম, আমিন উদ্দিন, আউয়াল মিয়া, নজরুল ইসলাম, মজিবুর রহমান সহ শতাধিক দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গনসংযোগ করেছেন। মৌসুমির ডাকে মহিলাদের ব্যাপক সাড়া দিয়ে দিনভর তার সাথে থেকে গনসংযোগ করেছে । অন্যানা হুসেইন মৌসুমি বলেন, আমার কর্মীরা আমার পাশে আছে। তারা সবাই ঐক্যবদ্ধ। বিগত পাচঁ বছরে এমপির কাছ থেকে দলের কর্মীরা কোনো মূল্যায়ন পায়নি। দলের সবুজ সংকেত পেয়েই আমি নির্বাচনী মাঠে। আমাকে অবশ্যই এবারের নির্বাচনে দল থেকে মনোনয়ন দেওয়া হবে। উপজেলার প্রতিটি ইউনিয়ন, গ্রাম ও ওয়ার্ডে আমার কমিটি রয়েছে ও দলের সমর্থক রয়েছে। তিনি আরোও বলেন, বিগত ৫ বছর খোকা জাতীয় পার্টির নেতাকর্মীদের জন্য কিছুই করেনি